পোরশায় ফিতরা নির্ধারণ সর্বনিম্ন-৭০, সর্বোচ্চ-২৯৫০ টাকা

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪; সময়: ১:১৯ অপরাহ্ণ |
পোরশায় ফিতরা নির্ধারণ সর্বনিম্ন-৭০, সর্বোচ্চ-২৯৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নওগাঁর পোরশায় জনপ্রতি সদকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে।

২৬মার্চ পোরশার আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়া (পোরশা বড় মাদ্রাসা)’র মুফতী মাওলানা মুহা: মোস্তাফিজুর রহমান কাসেমি ও মুফতী মাওলানা মুহা: ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

সংশ্লিষ্ট মাদ্রাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষনা বিভাগ থেকে প্রচারিত বিজ্ঞপ্তিতে জানাগেছে, বর্তমান সময়ে গম, যব, খেজুর, কিসমিস ও পনির এর কেজি প্রতি দাম নির্ধারণ পূর্বক এ ফেতরা নির্ধারণ করা হয়। এতে জনপ্রতি সর্বনিম্ন-৭০ টাকা ও সর্বোচ্চ- ২ হাজার ৯৫০টাকা ফিতরা নির্ধারণ করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে