নন্দীগ্রামে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪; সময়: ৩:৪৭ অপরাহ্ণ |
নন্দীগ্রামে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবের বিরুদ্ধে ২০২৪ সালের এসএসসি সাধারণ ৫৪৯ জন ও এসএসসি কারিগরি শাখার ৭৯ জন পরীক্ষার্থীর কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার জন্য ৪০০, ১০০ ও ৩৫০ টাকা করে বাধ্যতামূলক আদায় করার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে উপজেলার বেলগ্রামের মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে ২০২৪ সালের এসএসসি ব্যবহারিক পরীক্ষা বিজ্ঞান শাখার ১৭৫ জন পরীক্ষার্থীর কাছ থেকে ৪০০, মানবিক/বানিজ্য শাখার ৩৭৪ জন পরীক্ষার্থীর কাছ থেকে ১০০ ও কারিগরি শাখার ৭৯ জন পরীক্ষার্থীর কাছ থেকে ৩৫০ টাকা অবৈধভাবে বাধ্যতামূলক আদায় করা হয়। টাকা না দিলে নম্বর কম দেওয়া হবে বলে ভয়ভীতি প্রদর্শন ও ফেল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শরীফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এইগুলো মিথ্যা অভিযোগ। পিয়ন, দপ্তরি ১০-২০ টাকা নিতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে