লালপুরে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪; সময়: ৫:২২ অপরাহ্ণ |
লালপুরে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নটোরের লালপুর উপজেলার চামটিয়া ভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার দুপুরে চামটিয়া গ্রামে চামটিয়া ভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চামটিয়া ও ভাটপাড়া গ্রামের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার শতশত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন- গৌরীপুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ হজরত আলী, ঈশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন আলী, চামটিয়া ভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাজাহান আলী, ইউপি সদস্য মিজানুর রহমান বাচ্চু, পদ্মা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক রাজিব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এলাকার নানা স্মৃতি ধারণ করে আছে। এলাকাবাসী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে ৩ এপ্রিল বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘সবুজ ছায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়’ করে পরিপত্র জারী করা হয়েছে। তারা পূর্বের নামই বহাল রাখা দাবী জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে