শিবগঞ্জে পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদন্ড

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪; সময়: ৭:৩২ অপরাহ্ণ |
শিবগঞ্জে পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তরিকুল ইসলাম (৩৪) নামে এক ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-লক্ষীপুর গ্রামের তাবারক আলীর ছেলে। শুক্রবার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের সাত্তার মোড় ঘাট ও পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন। তিনি জানান, ভোর থেকে সকাল পর্যন্ত পদ্মা নদীর সাত্তার মোড় ঘাট ও বোগলাউড়ি ঘাটসহ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়।
এ সময় বোগলাউড়ি ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে তরিকুলকে আটক করা হয়। তাৎক্ষণিক তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে