ডট বিডি ডোমেইনে ত্রুটি, প্রবেশ করা যাচ্ছে না ওয়েবসাইটে

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪; সময়: ২:৩৩ অপরাহ্ণ |
ডট বিডি ডোমেইনে ত্রুটি, প্রবেশ করা যাচ্ছে না ওয়েবসাইটে

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত ৩টি ডোমেইন সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে এসব ডোমেইন সার্ভার নিয়ন্ত্রিত বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছেন না।

বুধবার (৩ এপ্রিল) সকাল থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিয়ন্ত্রণাধীন ডট বিডি (.bd) ডোমেইনের সেবা বন্ধ আছে। সকাল ৮টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে এমনটা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিসিএল।

এই সমস্যায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। বিশেষ করে সরকারি ওয়েবসাইটগুলো ডট বিডি ডোমেইনে হওয়ায় এগুলোতে প্রবেশ করা যাচ্ছে না।

বিটিসিএলের মহাব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএল এর .bd ডোমেইন সার্ভিস আজ সকাল ৮টা ৪০মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে।

তবে .বাংলা ডোমেইন সার্ভিস যথারীতি চালু আছে। ত্রুটি নিরসনের জন্য কারিগরি টিম কাজ করছে। আশা করা যায় সার্ভিসটি খুব দ্রুতই চালু করা সম্ভব হবে।

বলা হয়, .bd ডোমেইন সার্ভিস বন্ধের ফলে বিভিন্ন সরকারি-বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে