ভারতে কর্মীদের জন্য ৭৮ হাজার বাড়ি তৈরির পরিকল্পনা অ্যাপলের

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪; সময়: ২:০৭ অপরাহ্ণ |
ভারতে কর্মীদের জন্য ৭৮ হাজার বাড়ি তৈরির পরিকল্পনা অ্যাপলের

পদ্মাটাইমস ডেস্ক : গেল দুই-তিন বছরে ভারতে এক লাখ ৫০ হাজার মানুষের কর্মসংস্থান করেছে অ্যাপল। এবার ভারতে মার্কিন এই টেক জায়ান্ট চীন ও ভিয়েতনামের মতো একটি শিল্প হাউজিং মডেল গ্রহণ করার পরিকল্পনা করছে। এই মডেল অনুযায়ী কারখানায় কর্মরত কর্মচারীদের আবাসন সুবিধা দেবে প্রতিষ্ঠানটি।

ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের নির্মাতা এবং সরবরাহকারী যেমন ফক্সকন, টাটা ও সালকম্পের কর্মীদের জন্য বাড়ি তৈরি করার পরিকল্পনা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব বাড়ি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে নির্মিত হবে। প্রকল্পের অধীনে ৭৮ হাজারের বেশি ইউনিট তৈরি করা হবে। এর মধ্যে সর্বাধিক প্রায় ৫৮ হাজার ইউনিট তামিলনাড়ুতে তৈরি করা হবে।

বেশিরভাগ হাউজিং ইউনিট তামিলনাড়ু স্টেট ইন্ডাস্ট্রিজ প্রমোশন কর্পোরেশন দ্বারা নির্মিত হচ্ছে। এমনকি টাটা গ্রুপ ও এসপিআর ইন্ডিয়াও বাড়ি তৈরি করছে।

প্রকল্পের অংশ হিসেবে ভারতের কেন্দ্রীয় সরকার তহবিলের ১০-১৫ শতাংশ প্রদান করবে এবং অবশিষ্ট তহবিল রাজ্য সরকার ও ব্যবসা থেকে আসবে। কর্মকর্তারা বলেছেন, নির্মাণ ও বেসরকারি খাতে হস্তান্তর ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে শেষ হবে।

বিষয়টি নিয়ে একজন কর্মকর্তা বলেন, বড় মাপের কর্মচারী আবাসনের লক্ষ্য হলো দক্ষতা উন্নত করা এবং প্রধানত অভিবাসী নারী কর্মীদের নিরাপত্তা প্রদান করা।

এই কর্মচারীদের বেশির ভাগের বয়স ১৯-২৪ বছরের মধ্যে। তিনি বলেন, কর্মচারীদের জন্য, বিশেষ করে নারী কর্মীদের জন্য এত বড় আবাসন প্রকল্প ভারতে প্রথম।

ওই কর্মকর্তা বলেন, বেশিরভাগ শ্রমিক ভাড়া বাড়িতে থাকেন এবং কারখানায় পৌঁছাতে তাদের ঘণ্টার পর ঘণ্টা বাসে করে যেতে হয়। অনেক নারী কর্মচারী সংস্থাতে কাজ করেন, যার ফলে দূরত্ব নিরাপত্তা সংক্রান্ত সমস্যাও তৈরি করে।

জানা গেছে, ফক্সকন ভারতে অ্যাপলের বৃহত্তম আইফোন সরবরাহকারী, এই ইউনিটের জন্য তারা প্রায় ৩৫ হাজার বাড়ি ব্যবহার করবে। বর্তমানে ৪১ হাজার কর্মচারী নিয়োগ করেছে ফক্সকন, যাদের ৭৫ শতাংশ নারী।

তাদের কার্যালয় তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে। একই সময়ে টাটা ইলেকট্রনিক্স তাদেরর হোসুর কারখানায় কর্মীদের জন্য ১১ হাজার ৫০০ ইউনিট তৈরি করছে। টাটা মূলত ভারতে ব্যবহার ও রপ্তানির জন্য আইফোন তৈরি করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে