ঈদের দিন একসঙ্গে ৬ সন্তান জন্ম, বাঁচল না কেউ

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪; সময়: ১১:৩৮ অপরাহ্ণ |
ঈদের দিন একসঙ্গে ৬ সন্তান জন্ম, বাঁচল না কেউ

পদ্মাটাইমস ডেস্ক :  টাঙ্গাইলের সখীপুরে ঈদের দিন সুমনা আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে ৬ সন্তা‌নের জন্ম দি‌য়ে‌ছেন।

বৃহস্পতিবার দুপু‌রে মির্জাপু‌রের কুমুদিনী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে তাদের জন্ম হয়। ত‌বে নির্ধারিত সম‌য়ের আগেই জন্ম নেওয়ায় শিশুগুলোকে বাঁচানো যায়নি।

প্রসূতি সুমনা আক্তার (২৬) উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এলাকার প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী।

ফরহাদ মিয়ার স্বজনরা জানান, সুমনা প্রায় ৫ মাসের গর্ভবতী ছিলেন। ঈদের দিন সকালে পে‌টে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করা হয়। সুমনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা ৬টি সন্তা‌নের নরমাল প্রসব করান। ৬ সন্তা‌নের মধ্যে ৪ ‌জন মে‌য়ে ও ২ জন ছে‌লে সন্তান। ত‌বে কোনো সন্তানই বেঁচে নেই।

সখীপু‌রের বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা জানান, ৬ শিশু জন্মের বিষয়টি শুনেছি। জন্মের পরেই শিশুগু‌লো মারা গে‌ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে