সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪; সময়: ১২:৩৭ অপরাহ্ণ |
সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

এম এ আলিম রিপন : মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পাবনার সুজানগরে বাংলা ১৪৩১ নতুন বছরকে বরণ করা হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম সকালকে বরণ করে নেওয়া হয়।

পরে এদিন সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বা”চু, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, গণমাধ্যম কর্মীদের মধ্যে মোহাম্মদ আলী, এম মনিরুজ্জামান, এম এ আলিম রিপন, পদ্মা সংগীত একাডেমিক পরিচালক জয়ন্ত কুমার কুন্ডু, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মঙ্গল শোভাযাত্রা পরবর্তীতে উপজেলা পরিষদ সভা কক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, পহেলা বৈশাখ বাঙালিকে এক কাতারে এনে দাঁড় করায়। সকল পরিচয় ভুলে আমরা নিজস্ব জাতি সত্তায় উজ্জীবিত হই। এই বর্ষবরণ আমাদের মাঝে ঐক্যের ভিতকে আরও মজবুত করে

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে