সিরাজগঞ্জ থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪; সময়: ২:৫৯ অপরাহ্ণ |
সিরাজগঞ্জ থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : চুয়াডাঙ্গা থেকে অপহৃত শিশু তামিম হোসেন (৭) সিরাজগঞ্জের বেলকুচির চন্দনগাঁতীতে র‌্যাব-১২’র অভিযানে উদ্ধার হয়েছে।

সে চুয়াডাঙ্গা সদর থানার হানুরবাড়াদি গ্রামের সুন্নত আলীর ছেলে। একই সময় মামলার প্রধান আসামী অপহরণকারী আল-আমিন (২৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের মেষতলী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। মামলার দায়েরের ৬ ঘন্টার মধ্যে অপহৃত শিশুটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম জানান, শিশু তামিম হোসেন (৭) এর পিতা সুন্নত আলীর সাথে ২ মাস পূর্বে আসামী আল-আমিনের বন্ধুত্ব গড়ে ওঠে। এ সুবাধে পরিকল্পনা অনুযায়ী সুকৌশলে আল-আমিন বুধবার বিকেলে বাড়ির কাছ থেকে তামিমকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় তার পিতা সুন্নত আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার উসমান গণির নেতৃত্বে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি থানার চন্দনগাঁতী দক্ষিনপাড়া গ্রাম হতে অপহৃত ভিকটিম তামিম হোসেনকে উদ্ধার ও অপহরণকারী প্রধান আসামী আল-আমিনকে গ্রেপ্তার করে।

তাদের পরবর্তী কার্যক্রমের জন্য চুয়াডাঙ্গা পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে