জেল থেকে বেরিয়ে খুন হলেন হত্যা মামলার আসামি মোহন

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪; সময়: ৮:০০ অপরাহ্ণ |
জেল থেকে বেরিয়ে খুন হলেন হত্যা মামলার আসামি মোহন

নিজেস্ব বাগাতিপাড়া : জেল থেকে বেড়নোর প্রায় চার মাস পর কুপিয়ে খুন করা হলো হত্যা মামলার আসামি ভ্যানচালক মোহন আলীকে (২২)। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নাটোরের বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নের চকমহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহন ওইএলাকায় মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চার্জারচালিত ভ্যান রাস্তার মধ্যে অকেজো হয়ে পড়লে মেরামতের জন্য পার্শ্ববর্তী বাঘা উপজেলার খাগোরবাড়িয়া বাজারের মকবুল মেকানিকের কাছে নিয়ে যান মোহন। ভ্যান মেরামত করে বাড়ি ফেরার পথে চকমহাপুর এলাকার ফাঁকা রাস্তায় অতর্কিত ভাবে তাকে কুপিয়ে জখম করে রেখে চলে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পর তার চিৎকারে স্থানীয় পথচারীরা তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান অবস্থার অবনতি হলে,উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে শুক্রবার ভোরবেলা ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় মোহনের ।

এ নিয়ে নিহতের মামা আয়নাল আলী বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন। তিনি জানান, প্রায় তিন বছর আগে খাগোরবাড়িয়া গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি খুন হন। সেই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তার ভাগ্নে মোহনকেও হত্যা মামলার আসামি করা হয়। ওই মামলায় সে দীর্ঘদিন কারাগারে ছিল। প্রায় চার মাস আগে মোহন জামিনে মুক্তি পায়। তিনি আরো জানান, মোহনকে আসামি করেই থেমে থাকেনি নিহত জাকিরের পরিবার। তারা আদালতেই মোহনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। জামিনে মুক্তির পর থেকে প্রায়ই তার ওপর আক্রমণের চেষ্টা করে ব্যর্থ হয় তারা। এবার তারা পরিকল্পনা করে মোহনকে কুপিয়ে হত্যা করেছে,তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবিও করেন তিনি।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ হয়েছে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে একটি মামলা রজু করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রæত সময়ের মধ্যে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে