সাভারে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪; সময়: ১২:১০ অপরাহ্ণ |
খবর > জাতীয়
সাভারে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

পদ্মাটাইমস ডেস্ক :  সাভারে দৈনিক ‍যুগান্তরের ক্রাইম রিপোর্টার ইকবাল হাসান ফরিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা তার চোখ-মুখে মরিচের গুড়ার সঙ্গে কেমিক্যাল ছিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাভারের কলমা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার রাতে সাভার মডেল থানা পুলিশ হাসপাতালে যান।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সাভারের কলমা এ ঘটনা ঘটে।

তার স্বজনরা জাননা, ফরিদ সাভারের নিজ বাসা থেকে ঢাকায় নিয়মিত অফিস করেন। এ দিন কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিজ বাড়ির সামনে এমন ঘটনার শিকার হয়েছেন। বাড়ি ফেরার পথে দুই দুর্বৃত্ত পেছন থেকে তাকে ডাক দেয়। ফিরে তাকালে তার মুখ ও চোখ লক্ষ্য করে মরিচের গুঁড়ার সঙ্গে কেমিক্যাল ছিটিয়ে পালিয়ে যায়। পরে স্ত্রী রোজিনা আক্তার তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে এনাম মেডিক্যালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কথা বলতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামানকে মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে