তরুণ মিলান ডিফেন্ডারে চোখ রিয়ালের

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪; সময়: ৩:৪০ অপরাহ্ণ |
খবর > খেলা
তরুণ মিলান ডিফেন্ডারে চোখ রিয়ালের

পদ্মাটাইমস ডেস্ক :   ডিফেন্ডার সংকট নিয়ে চলতি মৌসুম পার করছে রিয়াল মাদ্রিদ। এদের মিলিতাও, ডেভিড আলাবার ইনজুরিতে অঁরেলিন চুয়ামেনিকে সেন্ট্রাল ডিফেন্সে খেলিয়েছেন লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি। আগামী মৌসুমেও যাতে একই সংকট না হয়, সেজন্য প্রতিভাবান তরুণ ডিফেন্ডার খুঁজছে লা লিগা জায়ান্টরা।

আর্সেনালের ফ্রান্স ডিফেন্ডার উইলিয়ামস সালিবা, ফ্রান্স ক্লাব লিলির তরুণ লেনি জোরো কিংবা নটিংহাম ফরেস্টের তরুণ ব্রাজিলিয়ান মুরিলোর রিয়ালে আসার বিষয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে।

এবার জার্মানির তরুণ এসি মিলান ডিফেন্ডার ম্যালিক থিয়াও’র রিয়ালে মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংবাদ মাধ্যম বিল্ড। দুই মৌসুম ইতালির ক্লাবে খেলা ২২ বছর বয়সী এই তরুণের জন্য ব্লাঙ্কোস বোর্ড ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে চায় বলেও খবর।

তিনি গত মৌসুমের শীতকালীন দলবদলে এসি মিলানে যোগ দিয়েছিলেন। শালকে থেকে মাত্র ৫ মিলিয়ন দিয়ে তাকে কিনেছিল ইতালির এক সময়ের সেরা ক্লাব এসি মিলান। এখন পর্যন্ত মিলানে ৫০ ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া জার্মানির জার্সিতে ৩ ম্যাঠে মাঠে নামার সুযোগ হয়েছে তার। ডিফেন্স লাইনে রিয়াল মাদ্রিদ এমন কাউকে খুঁজছে যে আলাবা-রুডিগার-মিলিতাওদের ইনজুরিতে দলকে ভরসা দিতে পারবে। আবার আলাবা-রুডিগারের ভবিষ্যত উত্তরসূরী হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে