দম্পতির বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকা প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪; সময়: ৭:৪৬ অপরাহ্ণ |
দম্পতির বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকা প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব জয়পুরহাট : জয়পুরহাটের এক দম্পতির বিরুদ্ধে চাকুরি দেওয়া সহ নানাভাবে প্রতারণা করে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাত করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্য ফরিদুজ্জামান। শনিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন,জয়পুরহাট শহরের নতুনহাট সরদারপাড়া এলাকার আবু হেনা ফুল স্ত্রী সেলিনা আক্তার ও শ^শুর আনোয়ার হোসেনকে সাথে নিয়ে প্রতারণা সিন্ডিকেট গড়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাত করেছেন। তিনিও রেহায় পাননি তাদের কাছ থেকে। পাঁচ লক্ষ টাকা কর্জ নিয়ে ভূয়া চেক দিয়ে তাঁর সাথেও প্রতারণা করা হয়েছে। একইভাবে সরকারি বেসরকারি অফিসে চাকুরি দেয়া সহ নানা প্রতারণা করে এলাকার বিভিন্ন জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আবু হেনা ফুল মিয়া।

এ বিষয়ে প্রতারণার শিকার হওয়ায় ব্যক্তিগন একাধিক মামলা করলেও তাদের কোন শাস্তি হয়নি। বরং প্রতারক আবু হেনা ফুল বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য দাবি করে ছাপানো ভিজিটিং কার্ড এলাকায় বিতরণ করে নিজেকে ক্ষমতাবান বলে প্রচার করছেন।

এ অবস্থায় আবু হেনা ফুল ও তার স্ত্রী এবং শ^শুরের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আত্মসাত করা অর্থ উদ্ধার সহ তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন ওই আইনজীবী। সংবাদ সম্মেলনে আইনজীবী ফরিদুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগি ফারহানা মুশতারি,এসএম রাশেদুল হাসান ও জুয়েল হোসেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে