আত্রাইয়ে কৃষি প্রযুক্তি মেলা ও বীজ-সার বিতরণের উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪; সময়: ৩:২৫ অপরাহ্ণ |
আত্রাইয়ে কৃষি প্রযুক্তি মেলা ও বীজ-সার বিতরণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে কৃষি প্রযুক্তি মেলা এবং বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মাঠে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী এই মেলার উদ্বোধন এবং অডিটোরিয়ম হলরুমে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এ্যাড: ওমর ফারুক সুমন।

সকাল ১১টার দিকে মেরার উদ্বোধন উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদ থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ম হলরুমে বীজ-সার বিতরনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, প্রণোদনার আওতায় ৩ হাজার ১৭০ জন কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি সার, ৯০ জন কৃষককে এক কেজি করে পাটের বীজ এবং ১০০ জন কৃষকে এক কেজি করে গ্রীস্মকালীন পেঁয়াজের বীজ ও ৪০ কেজি করে সার এবং বালাইনাশক প্রদানের উদ্বোধন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে