সুজানগরে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
সুজানগরে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

এম এ আলিম রিপন, সুজানগর : সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা মাধ্য্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান জর্জ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এ ধরণের প্রতিযোগিতা তাদের মেধাবিকাশ ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে