নলডাঙ্গার নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম

প্রকাশিত: মে ৯, ২০২৪; সময়: ১১:১৮ পূর্বাহ্ণ |
নলডাঙ্গার নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছেন রবিউল ইসলাম।

বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন জোড়া ফুল মার্কার রবিউল ইসলাম। তিনি পেয়েছেন ১১হাজার ২৪০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী কাপ-পিরিচ মার্কা নিয়ে তৌহিদুর রহমান লিটন পেয়েছেন ১০হাজার ৭১৭ভোট।

ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন টিউবওয়েল মার্কার খালেদ মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা মার্কার রায়হান তানভীর।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে