মেধাবী দুই মেয়ের খরচ চালানোর দুশ্চিন্তায় চা বেক্রেতা রেনু বেগম

প্রকাশিত: মে ৯, ২০২৪; সময়: ১২:১১ অপরাহ্ণ |
মেধাবী দুই মেয়ের খরচ চালানোর দুশ্চিন্তায় চা বেক্রেতা রেনু বেগম

নিজস্ব প্রতিবেদক : সকাল ৭ টা থেকে বিকেল পর্যন্ত চায়ের কাপ হাতে ছুটে বেড়ান বয়োবৃদ্ধা রেনু বেগম। কেবলমাত্র চা বিক্রি করাই তার পেশা।

রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাজরা পুকুর হাউজিং এলাকায় একটি ঘর ভাড়ায় দুই মেয়ে নিয়ে থাকেন তিনি। বড় মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্রী। ছোট মেয়ে চুয়াডাঙ্গা সরকারি নার্সিং ইনস্টিটিউটে নার্সিং এ পড়ার সুযোগ পেয়েছে।

মেধাবী দুই মেয়েকে নিয়ে সংসার চালান রেনু বেগম চা বিক্রি করে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শিরোইল কাঁচা বাজারে চলে তার জীবন জীবিকার সংগ্রাম। বড় মেয়ের বিশ্ববিদ্যালয়ের খরচ ছাড়াও বিসিএস এ প্রস্তুতি এবং নার্সিং এ ছোট মেয়ের ভর্তি ও প্রতি মাসের লেখাপড়ার খরচ চালানো নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রেনু বেগম।

শারীরিকভাবে অসুস্থ হলেও বয়োবৃদ্ধ এ নারী সংসারের হাল শক্তভাবে ধরেছেন। আট বছর আগে স্বামী হারিয়ে কঠিন জীবন যুদ্ধে নামেন তিনি। আত্মসম্মানবোধ ও মেয়েদের মর্যাদা হানি হবে এই ভেবে সীমাহীন কষ্টকে মেনে নিয়ে তিনি সহজে তার জীবন কাহিনী প্রকাশ করতে নারাজ। তবুও আজ তার জীবন চলার আবেগ আপ্লুত অনেক কথা বলতে বাধ্য হলেন, চাইলেন মানবিক সহায়তা।

সূত্র: Sujauddin Choton এর ফেসবুক স্ট্যাটাস থেকে পাওয়া।
https://www.facebook.com/chotonraj

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে