ছয়দিনে সোনামসজিদ বন্দর দিয়ে এলো ১২০০ মেট্রিক টন পেঁয়াজ
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ছয়দিনে ১ হাজার ২’শ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ।
তিনি জানান, গত ৯ মে ভারত থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বুধবার পর্যন্ত বেশ কয়েকটি ভারতীয় ট্রাকযোগে ১ হাজার ২’শ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। সোনামসজিদ স্থলবন্দর ও আমদানিকারক সূত্রে জানা গেছে, ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় গত ৫ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এরপর গত ৫ মে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেন আমদানিকারকরা। ফলে গত ৯ তারিখ থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেছেন অনেক আমদানিকারক। পর্যায়ক্রমে আরও আসবে পেঁয়াজ।