দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, স্ট্রোকে ভোটারের মৃত্যু
পদ্মাটাইমস ডেস্ক : রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরে বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে স্ট্রোক করে ইউসুফ মণ্ডল (৬২) নামের এক ভোটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মণ্ডল নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ির হানু মণ্ডলের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে বড়ই চারা ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইউসুফ মণ্ডল মারামারি দেখে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে মারা যান।
স্থানীয়রা জানান, ইউসুফ মণ্ডল ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
ভোটকেন্দ্রের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে হঠাৎ ভোটের মাঠে অসুস্থ হয়ে পড়েন ইউসুফ মণ্ডল। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান। শুনেছি তিনি মারা গেছেন।
বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রঞ্জুরুল ইসলাম বলেন, সকালে ভোট দিতে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়। শুনেছি তিনি মারা গেছেন।
প্রসঙ্গত, বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ৩ হাজার ৪৯০ জন। বালিয়াকান্দিতে দুইজন চেয়ারম্যান, ছয়জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।