বাংলাদেশ থেকে সরে গেল নারী বিশ্বকাপ
পদ্মাটাইমস ডেস্ক : নানা জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরেই গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বৈশ্বিক আসরটি আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত।
আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য আমিরাতকে নতুন আয়োজক হিসেবে মঙ্গলবার ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে তৈরি হওয়া অস্থিরতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইসিসি জানিয়েছে।
বাংলাদেশে গত কয়েক দিনে উদ্ভূত পরিস্থিতিতে এ বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় ছিলই। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশার কথা শোনানো হয়েছিল। এ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, ‘এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে, একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, রাষ্ট্রীয় বিষয়।’
তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় খুব একটা ছিল না। ২০ আগস্টের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হতো। আজ আইসিসির বোর্ড সভায় উপস্থিত সদস্যদের পর্যবেক্ষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এমন একটি বৈশ্বিক টুর্নামেন্ট এখানে আয়োজিত হতে পারে না। এ ব্যাপারে বিসিবির পক্ষ থেকেও সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। অবশ্য আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও বিশ্বকাপের অফিশিয়াল আয়োজক হিসেবে বাংলাদেশের নামই থাকবে। আগামী ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা এ বিশ্বকাপ।