পবার নওহাটায় শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
পবার নওহাটায় শিক্ষকের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আনন্দ কুমার পালের এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্তরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাবিবুর রহমানের অনুষ্ঠান পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মজিবর রহমান, শিক্ষক জাইদুর রহমান, সামিরুল ইসলাম, মোসা. তাহেরা খাতুন, সেলিমুর রহমান, শাহীন আলী, শাহজাহান আলী, মাইনুল ইসলাম, সুরাইয়া পারভীন।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী অভিভাবক, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। উল্লেখ্য, বিদায়ী শিক্ষক আনন্দ কুমার পাল দীর্ঘ ২৮ বছর এই বিদ্যালয়ে শিক্ষাকতা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে