নববর্ষে এনায়েতপুর ইসলামীয়া বিদ্যালয়ে মেধাবীদের বিনা বেতনে পড়ানোর ঘোষনা

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০; সময়: ৫:০৩ অপরাহ্ণ |
নববর্ষে এনায়েতপুর ইসলামীয়া বিদ্যালয়ে মেধাবীদের বিনা বেতনে পড়ানোর ঘোষনা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সাড়া দেশের মত সিরাজগঞ্জ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে বই বিতরন উৎসব হয়েছে। বুধবার সকালে প্রাথমিক ও মাধ্যামিক শিক্ষার্থীদের মাঝে স্কুল কর্তৃপক্ষ বই বিতরন করেন।

জেলার এবছর ২ হাজার ৪০১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, ভোকেশনাল স্কুল ও এফতেদায়ী মাদ্রাসায় ৭০ লাখ ৭০ হাজারের মত বই বিতরন করা হয়। নতুন বই পেয়ে ছাত্র-ছাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করে আগামীতে মেধার উন্নয়নে দৃপ্ত শপথ নেয়।

এদিকে বই বিতরন উৎসবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মেধাবী বিদ্যাপিঠ এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে নববর্ষের প্রথম দিনে স্কুলে অধ্যায়নরত জিপিএ-৫ প্রাপ্ত এবং নতুন পিইসি ও জেএসসিতে জিপিএ-৫ পাওয়া ভর্তি হতে ইচ্ছুকদের বিনা বেতনে পড়ানোর ঘোষনা দেয়া হয়েছে।

৬ষ্ঠ শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত এই বই বিতরন কালে প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে স্কুল পরিচালনা পরিষদ সদস্য ইসমাইল হোসেন সরকার উদয়, ফজলুল হক ডনু, সিনিয়র শিক্ষক আব্দুল মতিন মিয়া, সহকারী প্রধান শিক্ষক খোরশেদ আলম, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মেধার বিকাশে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এজন্য তৃনমুলেও বিকাশ ঘটছে শিক্ষার উন্নয়ন। এ জাগরনে সাথী হতে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে নিজেদের উদ্যোগে বৃত্তি প্রদান সহ মেধাবীদের বিনা বেতনে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে মেধাবীদের লেখা-পড়ায় আরো গতী ফিরে আসবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে