ধামইরহাটে ৩ লক্ষাধিক বই বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০; সময়: ৫:৪৬ অপরাহ্ণ |
ধামইরহাটে ৩ লক্ষাধিক বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বই বিতরণ উৎসবে ৩ লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে। বুধবার ইংরেজী নববর্ষের ১ম দিনে বেলা ১১ টায় বই উৎসবে বই বিতরণের মাধ্যমে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে বিনামুল্যে পাঠ্যপুস্তব বিতরণ উৎসবে অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার কাজল সরকার, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাবিহা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, ব্র্যাক, আশ্রয় ও কারিতাস পরিচালিত স্কুলে ৮৭ হাজার ৮৯০টি বই এবং মাধ্যমিক পর্যায়ে উচ্চ বিদ্যালয়,ভোকেশনাল, এবতেদায়ী ও দাখিল শাখায় ২ লাখ ৪৪ হাজার ৮৫৫ টি বই বিতরণ করা হয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান জানান। এছাড়াও উপজেলার সফিয়া পাইলট, বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবে নতুন বই বিতরণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে