পাসপোর্ট ছাড়াই ৪৮ ঘণ্টার জন্য ভারতে যেতে চলছে আলোচনা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২০; সময়: ৪:৪৫ অপরাহ্ণ |
পাসপোর্ট ছাড়াই ৪৮ ঘণ্টার জন্য ভারতে যেতে চলছে আলোচনা

পদ্মাটাইমস ডেস্ক : কোনরকম পাসপোর্ট ছাড়া ৪৮ বা ৭২ ঘণ্টার জন্য ভারতে আত্মীয়ের বাসা থেকে যাতে বাংলাদেশি নাগরিকরা ঘুরে আসতে পারেন, সে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে প্রেস বিফ্রিং করে এ কথা জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী এমন অনেক গ্রাম আছে, যেখানকার মানুষের একটা ঘর বাংলাদেশের ভেতর, অন্য ঘর ভারতে। নানা রকম উৎসবে এক পরিবার অন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চায়। সদ্য শেষ হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা পাসপোর্ট ছাড়া শুধু লিখিত রেখে ৪৮ বা ৭২ ঘণ্টার জন্য সীমান্তবর্তী গ্রামের মানুষদের চলাচল করার অনুমোদন দিতে পারি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে