ধাতুর বাজারে ইতিহাস রচনার পথে স্বর্ণ!

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০; সময়: ৬:৪৯ অপরাহ্ণ |
ধাতুর বাজারে ইতিহাস রচনার পথে স্বর্ণ!

পদ্মাটাইমস ডেস্ক : কানাডাভিত্তিক আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান টিডি সিকিউরিটিজের বিশ্লেষণী নোটে বলা হয়েছে, আগামী দিনগুলোতে ওয়াশিংটন-তেহরান সম্পর্ক ইতিবাচক মোড় নিলেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের আউন্স শিগগিরই ১ হাজার ৫৫০ ডলারের নিচে নামার সম্ভাবনা নেই। বছরজুড়েই চাঙ্গা থাকতে পারে বাজার। এমনকি বছরের শেষার্ধে (জুলাই-ডিসেম্বর) মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৬৫০ ডলারে উন্নীত হতে পারে। খবর কিটকো নিউজ।

টিডি সিকিউরিটিজের নোটে বলা হয়েছে, সেফ হ্যাভেন খ্যাত স্বর্ণ সবসময়ই বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে রয়েছে। তবে ৩ জানুয়ারি থেকে স্বর্ণের বাজারে বিনিয়োগকারীদের আকর্ষণ আরো বেড়েছে। ওইদিন ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের জেনারেল কাসেম সুলাইমানির গাড়িবহরে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে নিহত হন দীর্ঘদিন ধরে পেন্টাগনের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ইরানি জেনারেল সুলাইমানিসহ কয়েকজন।

ওইদিন থেকেই আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করে স্বর্ণের দাম। এ হামলার প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন সেনা স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান। হামলা-পাল্টা হামলায় ক্রমেই অস্থির হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের রাজনীতি। এ অস্থিরতা চাঙ্গা করে তোলে স্বর্ণের বাজারকে। দাম বাড়তে বাড়তে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৬১১ ডলারের কাছাকাছি পৌঁছে যায়। গত সাত বছরের মধ্যে এটাই মূল্যবান ধাতুটির সর্বোচ্চ দাম। তবে স্বর্ণের এ রেকর্ড দাম বেশিদিন স্থায়ী হয়নি। রাজনৈতিক উত্তেজনার পারদ না কমলেও স্বর্ণের দাম রেকর্ড অবস্থান থেকে কিছুটা কমে এসেছে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৫৫০ ডলারের কাছাকাছি নেমে এসেছে। সেই হিসেবে মূল্যবান ধাতুটির দাম রেকর্ড অবস্থানের তুলনায় আউন্সে প্রায় ৭১ ডলার কমেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে