উপজেলায় আরও ৩২৯ টেকনিক্যাল স্কুল ও কলেজ
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০; সময়: ২:৪৫ অপরাহ্ণ |
পদ্মাটাইমস ডেস্ক : সারাদেশে উপজেলা পর্যায়ে আরও ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ২০ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে মোট ২২ হাজার ৯৪৫ কোটি ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন করা হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, দক্ষ জনশক্তি তৈরি করতেই সরকারের এই উদ্যোগ।
২০২৪ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন, কিশোরগঞ্জ জেলায় হাওর এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং ভোলার আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প রয়েছে।