বাঘায় বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০; সময়: ৭:০৮ অপরাহ্ণ |
খবর > কৃষি
বাঘায় বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাঘা : চলতি ২০২০-২১ অর্থ বছরে রাজশাহীর বাঘায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার বিনামুল্যে মোট ৮ প্রকার কৃষি উপকরণ বিতরণ এর শুভ উদ্বোধন করেন। উপজেলা চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ অন্যান্য দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পূর্নবাসন ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে বাঘায় ২ হাজার ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে-বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, পেঁয়াজ ও মুগ ডালের বীজসহ পরিমিত সার বিতরণ করবো। এটা প্রধানমন্ত্রীর ঘোষনা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে