পাখীর মেলা

প্রকাশিত: ২২-০৩-২০২৩, সময়: ১২:১৯ |

শীতল সতেজ সাত সকালে
পাখীর কিচিরমিচির!
খিড়কি খুলে বিস্ময় দেখি
শত পাখীর শিবির!

কবিকুঞ্জের নাজ চত্বরে
নানান পাখীর সম্মেলন!
নিরপত্তার নিয়ে মহা ব্যস্ত
কাক, ঘুঘু, খঞ্জন!

দোয়েল মশাই সভাপতি
টুনটুনি আহবায়ক!
বউ কথা কও প্রধান বক্তা
চড়ুই নাকি সঞ্চালক!

বক-শালিক স্বেচ্ছাসেবক
রাজহাঁস উদ্বোধক!
হাস মুরগী পতাকা বাহী
ঘুঘু মূখ্য আলোচক!

খাই খাবারে শান্তির পায়রা
বাবুই পাখী রাধুনি!
পাঁচ মিশালী শস্য দানায়
খাবার শুকনো শিন্নী!

মিলেমিশে গোল হয়ে
পেটপুরে খাচ্ছে বেশ!
এঁটোকণা পরিস্কারে
কাকের কর্ম অশেষ!

শেষপর্বে গীতবাদ্য
মাছরাঙা আজ বিচারক!
ঘাসের চাঁদরে আরামে বসে
উদ্বেলিত সব দর্শক!

কোকিলের ফাল্গুনী গানে
মন্ত্রমুগ্ধ বিলকুল!
মুহুর্মুহু করতালি স্লোগানে
ধন্য ধন্য পক্ষীকূল!

ময়না টিয়া রানার্স আপ
কোকিলই চ্যাম্পিয়ন!
তৃতীয় স্থানে তোতা পাখী
খুশীতে ভাসায় নয়ন!

সব শেষে দোয়েল হেসে
বলে, “এ ধরা পক্ষীকূলের!
সুখ, শান্তি, গীত বাদ্যে
শুধু আনন্দ উল্লাসের!

মেলা শেষে আলিঙ্গনে
নীড়ে ফেরার কালে!
মৌন মলিন কন্ঠ ক্ষীণ
অশ্রুজল কথা বলে!

কবিতাঃ পাখীর মেলা
কাব্যগ্রন্থঃ আপন আভাস
কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা।

উপরে