সংসদের সুবর্ণজয়ন্তী

প্রকাশিত: ০৪-০৫-২০২৩, সময়: ১৯:৫০ |

সুরম্য কারুকার্যে সুশোভিত সরব উপস্থিতি
সংসদের সুবর্ণজয়ন্তীতে আজ আমরা গর্বিত বটে-
১৯৭৩ সালের ৭ এপ্রিল সংসদের প্রথম বৈঠক
বাঙলার স্বাধীনতার-
জাতির পিতা, নাম না জানা
কত সাংসদের শপথ নেয়ার অঙ্গীকার এখানে।

দেশের মর্যাদা, প্রাপ্তি আর প্রত্যাশার
বাজেট পাশ-
সবুজ শ্যামল বাঙলার মাঠ প্রাপ্তর-
কিংবা কিষাণীর আঙ্গিনায় ঘাস ও লতাই
ভালবাসা ছড়ায়, রয়ে রয়ে বয় সুবাতাস
আর উজালা-বিশ্ব দেউলে বাংলার মুখ;
এখানেই উচ্চারিত হয় সকল মানুষের সুখ।

শপথ নেয় রাজনীতি আর আর্ত-সামাজিক মুক্তির;
নারীর পীড়ন-নিপীড়ন, ঘুষ-দুর্নীতি মাদক-
সন্ত্রাস রন্ধ্রে রন্ধ্রে ঘুনপোকা নিপাত যাক সব-
ঐক্যের সাম্যের ভ্রাতৃত্বের বন্ধন, হয় বিশ্বাসে অটুট।

শুধু কি তাই? জ্ঞানে অজ্ঞানে ভ্রমে ও চেতনে
হিংসা বিদ্বেশে ভরা আইন প্রণেতাদের নীরব
সাক্ষী এই সংসদ-কখনো বণিক সমিতির
কার্যালয়।

একদিকে রুহের মাগফেরাত
অন্যদিকে ইনডিমিনিটি এ্যাক্ট বিল পাস
চার দেয়ালের মাঝে ঘুরপাক খেয়েছে
বিচার প্রাপ্তির নীরব কান্না-প্রশ্নবিদ্ধ সংসদ।

হ্যাঁ-না-এর জেরে ঢুকেছে অনৈতিক সরকার
গণতন্ত্রের বুকে গেঁড়েছে প্যারেক, জনগণ
শাসনের শিকার; নড়বড়ে বাংলার মসনদ;
জনগণই শক্তির উৎস ভুলে যায় সাংসদ।

তারপর, অতপর এতদিন পর তবুও
সেখানেই আলো জ্বলে-
পূরণে প্রত্যাশা, জাগে আশা-
১৯৭৩ সালে জাতির পিতা যে সংসদে
বসেছেন, যাঁর ছোঁয়াই হয়েছে শুভ্র-নির্মল-
মাঝে ফিকে হলেও সংসদের সুবর্ণজয়ন্তী
এবারে উজ্জল।

শপথ হোক এবার সংসদের সুবর্ণজয়ন্তীতে-
বঙ্গবন্ধুর দেশ-সোনালী স্বপ্নের দেশ
সোনার বাংলা গড়ার।

লেখক-
মাহবুব দুলাল
কবি, সাংবাদিক ও কলামিস্ট

উপরে