রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিলে হাতবোমা বিষ্ফোরণ, আটক ২

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩; সময়: ১১:২৩ অপরাহ্ণ |
রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিলে হাতবোমা বিষ্ফোরণ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ইসলামি ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

শনিবার বিকেলে নগরীর গ্রেটার রোড এলাকায় ঝটিকা মিছিলটি বের করে শিবিরের নেতাকর্মীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজন আটক হন। এর আগে তারা ককটেলও বিষ্ফোরণ ঘটায়।

আকটকৃতরা হলো, নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন মইনুল হকের ছেলে রাশেদুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আখতারুজ্জামানের ছেলে মোবারক হোসেন। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেলে ঝটিকা মিছিল বের করে শিবিরের কর্মীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মিছিল থেকে তাড়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে