শিবগঞ্জে কৃষি উপকরণ বিতরণ
প্রকাশিত: মে ১৬, ২০২৪; সময়: ৯:৪৯ অপরাহ্ণ |
খবর > কৃষি
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্মল হোন্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিউনেস প্রজেক্ট ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের আওতায় ৪২৪ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আজম কনক, রিয়াজসহ অন্যরা।
অনুষ্ঠানে স্মল হোন্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিউনেস প্রজেক্ট ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের আওতায় সবজি বীজ ও রাসায়নিক সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।