কচুয়ায় আউশ ধান চাষে ব্যস্ত কৃষকরা
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার কৃষকরা আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ ধান চাষে অধিক আগ্রহী হয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর কচুয়ায় ৫ হাজার ৪শ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। তন্মধ্যে ৪ হাজার ৭শ ৫২ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ চাষে বেশি ঝুঁকছেন। গত বছরের তুলনায় এ বছর জমিতে আউশ ধান বেশী চাষ হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস আউশ ধান চাষে কৃষকদের আকৃষ্ট করতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বীজ ও সার পেয়ে কৃষকরা আরো উৎসাহী হয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
কৃষকরা বলেন, গত বছরের তুলনায় এ বছর কৃষকরা বেশী আউশ ধানের চাষ করছেন। আউশ ধান চাষের উপযুক্ত সময় বৈশাখ মাস থেকে শুরু করে ভাদ্র মাসের মাঝামাঝি সময়। ৫ মাসের আয়ুস্কালে কৃষকরা ধানের ফলন পেয়ে থাকেন। বর্তমানে কচুয়া উপজেলার আউশ ধান চাষে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার পালাখাল, তেগুরিয়া, যুগিচাপড়, নন্দনপুরসহ বিভিন্ন এলাকার কৃষকরা আউশ ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। তারা জমি প্রস্তুতকরণ ও বীজ রোপনে ব্যস্ত সময় পার করেছেন। একটু ফুরসত নেই কৃষকের মাঝে।
কচুয়া উপজেলা কৃষি অফিসার মেজবাহ উদ্দিন বলেন, এ বছর কচুয়াতে ৫ হাজার ৪শ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের আউশ ধান চাষে উৎসাহ দিতে কৃষককে সার ও বীজ দেয়া হয়েছে। আবহাওয়া অনূকূলে থাকলে চলতি বছর আউশ ধানের বাম্পার ফলন হবে বলেও জানান তিনি।