ফেসবুক পোস্ট রিচ হয় না? জানুন কী করলে রিচ বাড়বে

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪; সময়: ৩:৪২ অপরাহ্ণ |
ফেসবুক পোস্ট রিচ হয় না? জানুন কী করলে রিচ বাড়বে

পদ্মাটাইমস ডেস্ক : ফেসবুক প্রতিদিন অসংখ্য পোস্ট দেন। কিন্তু সকল পোস্টে সমানভাবে লাইক, কমেন্টস আসে না। কখনো ভেবে দেখেছেন কি, কেন এমনটা হয়? আসলে ফেসবুক আপনার সব পোস্ট রিচ করায় না। এর পেছনের কারণ জানলে সমাধানটাও খুঁজে পাবেন।

ফেসবুক প্রোফাইলে পোস্টের রিচ কীভাবে বাড়াবেন? এই বিষয়ে অনেকের কাছেই সঠিক উত্তর নেই। অনেকেই পেইড প্রোমোশন করেন। কিন্তু সেটাই কিন্তু একমাত্র সমধানের পথ নয়। তাই ফেসবুকে অর্গানিক রিচ বাড়ানোর পদ্ধতি জানুন।

অবসরে সময় কাটানো নয়, ফেসবুক এখন অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বরপূর্ণ একটি মাধ্যম। বিজ্ঞাপনদাতা থেকে শুরু করে ক্রিয়েটর সবাই এখন চেষ্টা করছে অর্গানিক উপায়ে কীভাবে আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে নিজেদের কন্টেন্ট পৌঁছানো সম্ভব হবে। কিন্তু অনেকেরই অভিযোগ পোস্টের রিচ অর্গানিক উপায়ে তুলনামূলক অনেক কম হচ্ছে। রিচ বাড়ানোর জন্য টাকা দিয়ে প্রমোট করতে হচ্ছে। এতে অনেক খরচ হচ্ছে ক্রিয়েটরদের। এককথায় লাভের গুড় পিঁপড়ায খাচ্ছে। এই পরিস্থিতি থেকে থেকে বের হবেন কীভাবে? নিজের ফেসবুক পোস্টের রিচ বাড়াবেন কীভাবে? জানুন এই প্রতিবেদনে-

প্রথমেই বলে নেওয়া দরকার, নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজেদের অ্যালগরিদম পরিবর্তন করে ফেসবুক। অর্থাৎ আজ যে পদ্ধতিতে রিচ বাড়াচ্ছেন কয়েক মাস বা কয়েকদিন পর সেই পদ্ধতিতে রিচ না-ও বাড়তে পারে।

এছাড়াও ফেসবুক কখনই নিজেদের অ্যালগরিদম বা মডারেশন পলিশি নিয়ে জানায় না। সুতরাং নির্দিষ্ট ঠিক কোন কোন পদ্ধতিতে আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে তা বলা বেশ কঠিন। তবে এই প্রতিবেদনের মাধ্যমে বেশ কিছু ধারণা পাবেন আপনারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে