দয়া করে তাকে একা থাকতে দিন: দেশম

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪; সময়: ৩:৪০ অপরাহ্ণ |
খবর > খেলা
দয়া করে তাকে একা থাকতে দিন: দেশম

পদ্মাটাইমস ডেস্ক : সময়টা মোটেও ভালো যাচ্ছে না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। ক্লাবের হয়ে নিয়মিত গোল পাচ্ছে না তিনি। আর জাতীয় দলে তো টানা দ্বিতীয় বারের মতো ডাক-ই পাননি ২৫ বছর বয়সি এই তারকা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার আগে আবারও প্রশ্ন উঠেছে এমবাপ্পেকে নিয়ে। সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ বিরক্ত হয়েই বললেন, তাকে একা থাকতে দিন।

উয়েফা নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে ঘরের মাঠে নামবে ফ্রান্স। স্কোয়াডে না থাকলেও এমবাপ্পেকে নিয়ে কথা উঠবে এটা স্বাভাবিক। তবে এবার একটু বিরক্তই হয়ে গেলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ঠাণ্ডা মাথায় নিজের ক্ষোভ ঝাড়লেন সাংবাদিকদের উপর।

সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘শোনেন, আমি আপনাকে যা বলেছিলাম এখনও তাই বলছি। আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন এবং ব্যাখ্যা করতে পারেন। আগামীকাল (আজ) আমার একটি খেলা আছে। এখানে ২৩ জন খেলোয়াড় আছে। কিলিয়ান এখানে নেই। দয়া করে তাকে একা থাকতে দিন।’

গত জুন মাস থেকে ফ্রান্সের হয়ে গোল নেই এমবাপ্পের। এছাড়া, ক্লাবের হয়েও সেরা ছন্দে নেই তিনি। যার কারণেই মূলত দলে ডাক পাচ্ছেন না সাবেক পিএসজির এই তারকা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে মাঠে নামবে ফ্রান্স। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নেশন্স লিগে লিগ ‘এ’-এর গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলে দুইয়ে রয়েছে ফ্রান্স। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। আগামী রোববার (১৭ নভেম্বর) ইতালির বিপক্ষে ম্যাচ রয়েছে ফ্রান্সের।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে