জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন: তারেক রহমান

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪; সময়: ৬:০৮ অপরাহ্ণ |
জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা আগামীতে যা করতে চাই তা জনগণকে সাথে নিয়ে করতে চাই এবং জনগণকে জানাতে চাই। বিএনপি এমন একটি দল যে দলের প্রতি জনগণের আস্থা আছে। বিএনপির সকল কিছুর উৎস জনগণ। তাই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণের সঙ্গে থাকলে সব কিছু অর্জন সম্ভব। আমাদের টিকে থাকলে হলে জনগণের সাথে থাকতেই হবে।’

শনিবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক বিএনপির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

তারেক রহমান আরো বলেন, ‘কপালে বিএনপির সিল থাকলে প্রত্যেকের নামে মিথ্যা মামলায় আছে। বিএনপির প্রথম অধ্যায়ের লক্ষ ছিলো স্বৈরাচার সরকারের পতন। বাংলাদেশ সৃষ্টির পর বড় স্বৈরাচার বা মাফিয়া ছিলো তার পতন হয়েছে। স্বৈরাচার সরকার প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছে। আমাদের দ্বিতীয় অধ্যায় হলো ৩১ দফার মধ্যে ১৩ জুলাই ২০২৩ উল্লেখ করা হয়েছিলো। পরে ২৭ হতে ৩১ দফা দিয়েছি যা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। বিএনপি এমন একটি দল স্বৈরাচার পতনের পর আমাদরে উদ্দেশ্য ও লক্ষ কি সেটাই হচ্ছে ৩১ দফা। সেই ৩১ দফায় স্বৈরাচার পতনের পর কিভাবে দেশ পুর্ণগঠন হবে। দেশ এগিয়ে নিয়ে যাবো তার জন্যই ৩১ দফা রচিত করেছি।’

তারেক রহমান বলেন, ‘এই ৩১ দফার মধ্যে কোন ব্যাক্তি বা দল কোন কিছু প্রস্তাব দেয় সেগুলোও অন্তর্ভূক্ত করতে চাই। জনগণ বিএনপির দিকে তাকি আছে। বিএনপি এমন একটি দল যা জনগণে আস্থা রাখে। এদলের আস্থা ধরে রাখার দায়িত্ব নেতাদের। চলনে,বলনে, কথা-বার্তায় আস্থা অর্জন করতে হবে। বিএনপির কাঁধের উপর জনগণ আস্থা রেখেছে। কাজেই এই কাঁধে আমাদের আস্থা অজর্ন করতে হবে। সামনে ফাঁকা মাঠ এটা বিশ্বাস করা যায় না। অদৃশ্য শক্তি কাজ করছে। ফাঁকা মাঠ বলে বসে থাকলে চলবে না। আপনারা এখন থেকে নিজ নিজ এলাকায় গিয়ে ৩১ দফা জনগণের কাছে তুলে ধরুন। আস্থা অর্জন করুন তবেই আমাদের বিজয় সুনিশ্চিত।’

এর আগে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে আগত নেতাকর্মীদের ৩১ দফার উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।

সকাল ৯ টার দিকে কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

বিএনপি প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, ডা. মাহাদী আমিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহেনা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিব, এ্যাড. নেওয়াজ হালিমা, আমিরুল ইসলাম আলিম, ওরায়েদুর রহমান চন্দন, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পুর্নবাসন সহ সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে