অন্ত্রের স্বাস্থ্যের উন্নতির জন্য ৪টি মূল টিপস
পদ্মাটাইমস ডেস্ক : অন্ত্রের স্বাস্থ্যের ওপরে আমাদের শরীরের সুস্থতা নির্ভর করে। কোনো কারণে অন্ত্রে গোলমাল হলে তার প্রভাব পড়বে আমাদের পুরো শরীরেই। তাই এর উন্নতি প্রয়োজন। তবে সেজন্য আপনাকে থাকতে হবে সচেতন। খেতে হবে এমন কিছু খাবার, যেগুলো নিয়মিত খেলে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটে। তাই পেটের জন্য সহায়ক ও উপকারী সেসব খাবার বেছে নিতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত-
১. ফাইবার সমৃদ্ধ খাবার
ফাইবার সমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে। প্রচুর ফলমূল, শাকসবজি, মটরশুটি এবং শিম খাওয়া নিশ্চিত করুন। এ ধরনের খাবার উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে পারে এবং তার একটি হতে পারে স্বাস্থ্যকর মাইক্রোবায়োম। তাই পেটের স্বাস্থ্য ভালো রাখতে আপনাকে নিয়মি ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে।
২. গাঁজানো খাবার
পুষ্টিবিদদের মতে, গাঁজানো খাবার একটি প্রাকৃতিক প্রোবায়োটিক সম্পূরক হিসাবে কাজ করে, যখন আমরা সেসব খাবার গ্রহণ করি তখন অন্ত্রে উপকারী জীবাণু তৈরি হয়। সাধারণ খাবার এবং পানীয় যেমন ইডলি এবং কাঞ্জি স্বাস্থ্যকর ফার্মেন্টেড আইটেমের ভালো উদাহরণ। তাই এধরনের খাবার নিয়মিত খেতে পারেন। এতে সুস্থ থাকা সহজ হবে।
৩. প্রিবায়োটিক
প্রিবায়োটিক আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। এটি কীসে পাবেন? আপেল, কলা, পেঁয়াজ, রসুন, লেগুম ইত্যাদি সহ অনেক খাবারে পাওয়া যায়। তবে মনে রাখবেন যে বৈচিত্র্যময় খাদ্য অন্ত্রের স্বাস্থ্যের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রোবায়োটিক খাবারকেও অবহেলা করবেন না।
৪. পলিফেনলযুক্ত খাবার
পলিফেনল হলো উপকারী উদ্ভিদ যৌগ যা আপনাকে ক্ষতিকারক অন্ত্রের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। ডার্ক চকলেট, বাদাম, ব্রকলি, গ্রিন টি, রেড ওয়াইন ইত্যাদি খাবারে পলিফেনল থাকে। এ ধরনের খাবার আপনার প্রতিদিনের রুটিনে যোগ করুন। এগুলো পেটের স্বাস্থ্য ভালো রাখবে এবং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।