মান্দায় ন্যায্য মূল্যে কৃষি পণ্যের দোকান উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪; সময়: ৫:৩৫ অপরাহ্ণ |
মান্দায় ন্যায্য মূল্যে কৃষি পণ্যের দোকান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ন্যায্য মূল্যে কৃষি পণ্যের দোকান উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ দোকানের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপজেলা প্রশাসনের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মান্দার সহযোগিতায় এ দোকান চালু করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক মৌজার কৈকুড়ি এলাকায় সাইনবোর্ড লাগিয়ে খাস পুকুর চিহ্নিতকরণ কাজের উদ্বোধন করেন।

এদিন বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৪ ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে নলকূপ, সেলাই মেশিন, ছাগল-ভেড়া, স্কুল ব্যাগ ও টিফিন বক্স, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করেন। শেষে কৃষি ঋণ মেলার উদ্বোধন শেষে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে