সানশাইন পত্রিকার সম্পাদক বকুলের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪; সময়: ৭:৩৯ অপরাহ্ণ |
সানশাইন পত্রিকার সম্পাদক বকুলের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক : দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী ও রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে নেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুম তসিকুল ইসলাম বকুল আজ সকাল ৮ টায় নগরীর মেহেরচন্ডী নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ রবিবার বাদ জোহর নগরীর মেহেরচন্ডী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে