তারেক রহমানের ৩১ দফা প্রচারে পবায় বিএনপির সমাবেশ

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪; সময়: ৮:৪০ অপরাহ্ণ |
তারেক রহমানের ৩১ দফা প্রচারে পবায় বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রুপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় শোভাযাত্রা ও সমাবেশ করা হয়েছে। এতে অংশ নেন রাজশাহী-৩ আসনের পবা ও মোহনপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে নওহাটা বাাজরে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে শোভাযাত্র বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাষ্ট্র মেরামতের তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিলি করা হয়।

পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে উপস্থিত সবাইকে ধারণা দেন এবং তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রায়হান বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতের আগ্রাসনকে রুখে দিতে হবে। আগামীতে যেন বাংলাদেশের মানুষকে কোনো বিদেশি শক্তি রক্তচক্ষু দেখাতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবন্ধ থেকে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী হোসেন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বিগত ১৭ বছর তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন পবা-মোহনপুরবাসীর প্রিয় নেতা রায়হানুল আলম রায়হান। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে পবা-মোহনপুরের মানুষ স্থানীয় প্রার্থী ছাড়া বাইরের প্রার্থীকে মেনে নিবে না। আমরা রায়হানকে এই আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই। আমরা আশা করছি দল তৃণমূলের এই দাবি বিবেচনা করবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান হেনা, শাহাদত হোসেন হাবিব, কাটাখালী পৌরসভা বিএনপির সদস্যসচিব নাজমুল হক, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্যসচিব আলামিন প্রমূখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে