রাজশাহী মহানগর জাপায় গণপদত্যাগ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২০; সময়: ৮:১৯ অপরাহ্ণ |
রাজশাহী মহানগর জাপায় গণপদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চুর পদত্যাগের পর এবার সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিমের নেতৃত্বে গণপদত্যাগ করেছে রাজশাহী মহানগর জাতীয় পার্টির নেতাককর্মীরা। শুক্রবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণপদত্যাগের এই ঘোষণা দেয়া হয়। পদত্যাগের কারণ হিসেবে বর্তমান নেতৃত্বের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের আদর্শ থেকে বিচ্যুতি, ত্যাগীদের মূল্যায়ন না করা, সাংগঠনিক অদক্ষতা, অর্থ বাণিজ্যের মাধ্যমে অযোগ্যদের পদায়ন করে পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম বলেন, ‘আমি খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম ঘোষণা করছি যে, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে জাতীয় পার্টির সাথে যুক্ত রয়েছি। হুসেইন মুহাম্মদ এরশাদ স্যারের আদর্শ থেকে বিচ্যুতি হওয়া, ত্যাগীদের মূল্যায়ন না করা, সাংগঠনিক অদক্ষতা সহ বিভিন্ন অনিয়মের কারণে সকল পদ পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণের এর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বর্তমান চেয়ারম্যান এর আশেপাশে যারা আছেন, তারা অর্থ বাণিজ্যের মাধ্যমে অযোগ্যদের পদায়ন করে পার্টির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করছেন। গত নির্বাচনে যে ব্যাক্তি আম মার্কা এনপিপি প্রতীকে রাজশাহী সদর আসনে ভোট করে ৫০ ভোট পায়নি, তাকে বানানো হয়েছে কেন্দ্রের ভাইস চেয়ারম্যান, যা রাজশাহীর রাজনীতিতে হঠকারিতা ছাড়া আর কিছুই না। আমরা যারা নিজেদের অর্থ, মেধা ও শ্রম দিয়ে পল্লীবন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে দিনরাত নিরলস পরিশ্রম করে জাতীয় পার্টি রাজশাহীকে শক্তিশালী করেছি, তাদের অবমূল্যায়ন করে জাতীয় পার্টিকে ধ্বংসের পাঁয়তারা করায় আমরা গণপদত্যাগ করছি। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ স্যারের প্রতি হৃদয়ের অন্তস্থল থেকে সারা জীবন ভালোবাসা ভক্তি-শ্রদ্ধা থাকবে। মূলত স্যারের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই আমরা গণপদত্যাগের এই সিদ্ধান্ত গ্রহণ করছি।’

পদত্যাগী নেতাদের মধ্যে আরো রয়েছেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন বাবু, সহ-সভাপতি এডভোকেট এনামুল হক ও মাসুদুল ইসলাম বাবু, সিনিয়র নেতা শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাফি , সিনিয়র নেতা এফ এম বাশারুজ্জামান হীরা, মোঃ নজরুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টি রাজশাহী মহানগরীর আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ আলী ইদ্রিস, অ্যাডভোকেট ইফতেখার হামিদ শ্যামল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আইন বিষয়ক সম্পাদক পলাশ হোসেন রাঙ্গা, সহকারি সাধারণ সম্পাদক সান্নান সরদার ও জাতীয় যুব সংহতি রাজশাহী জেলা শাখার সভাপতি মনসুর আলি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে