দূর্গাপুরে পুকুর খনন বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি

প্রকাশিত: মার্চ ১০, ২০২০; সময়: ১১:৫৩ অপরাহ্ণ |
দূর্গাপুরে পুকুর খনন বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোট। সোমবার ‘ল ইর্য়াস সোসাইটি ফর ল’ এর দায়ের করা আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের আইনজীবী জালাল উদ্দিন উজ্জল জানান, পরিবেশবাদী ও মানবাধিকার একটি সংগঠন ‘ল’ইর্য়াস সোসাইটি ফর ল’ দূর্গাপুর উপজেলায় আবাদি কৃষি জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে জনস্বার্থে ১৮০১/২০১৯ নং একটি রীট পিটিশন দায়ের করেন। যা গত ২৪/০২/২০১৯ ইং তারিখে শুনানীনান্তে মহামান্য হাইকোর্ট বিভাগ সংশ্লিষ্ট বিবাদীগণের প্রতি রুল নীশি জারী করতঃ দূর্গাপুর উপজেলায় অবৈধ পুকুর খনন বন্ধে মনিটর ও তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ প্রদান করেন।

আদালতের উক্ত আদেশ সংশ্লিষ্ট বিবাদীগণের প্রতি যথারীতি জারী হওয়া স্বত্ত্বেও বিবাদীগণ কর্তৃক আদালতের উক্ত আদেশ যথাযথ বাস্তবায়ন না করায় ‘ল’ইর্য়াস সোসাইটি ফর ল’ ইউএনও এবং ওসি দূর্গাপুরের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে ৩১/২০২০ নং একটি কনটেমপ্ট পিটিশন দায়ের করেন।

যা গত ২০/০১/২০২০ ইং তারিখে শুনানীনান্তে মহামান্য হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ ইউএনও এবং ওসি দূর্গাপুর এর প্রতি এক সপ্তাহের রুল জারী করেন। উক্ত রুলটি বিচারাধীন থাকা স্বত্ত্বেও দূর্গাপুর উপজেলায় আবাদি কৃষি জমিতে আদালতের আদেশ অমান্য করে ব্যাপকভাবে অবাধে পুকুর খনন অব্যাহত থাকে।

পরবর্তীতে উক্ত পিটিশনার সোসাইটি দূর্গাপুর উপজেলায় আবাদি কৃষি জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগের উক্ত বেঞ্চে একটি নিষেধাজ্ঞার আবেদন করেন। যা গত ০৯/০৩/২০২০ ইং তারিখে শুনানীনান্তে সংশ্লিষ্ট বেঞ্চ দূর্গাপুর উপজেলায় আবাদি কৃষি জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে তিন মাসের নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেছেন।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে