রাজশাহী চিড়িয়াখানার অবস্থা জানাতে সময় চেয়েছেন তিন কর্মকর্তা

প্রকাশিত: মার্চ ১২, ২০২০; সময়: ৯:২৩ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বেহাল অবস্থার উন্নয়নের প্রতিবন্ধকতার বিষয় জানাতে সময় চেয়েছে তিন কর্মকর্তা। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক এবং সুপারভাইজার সময় প্রার্থীনা করেন। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান তাদের আবেদন মঞ্জুর করে আগামী ২১ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন।

বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন আছির উদ্দিন। তিনি জানান, অদ্য উপরোক্ত বিধিমালার ব্যাখ্যা দানের জন্য দিন ধার্য্য আছে। কিন্তু অত্র প্রতিষ্ঠানের দাপ্তরীক তথ্য বিবরনী ছাড়া লিখিত জবাব বা ব্যাখ্যা প্রদান করা সম্ভব হচ্ছেনা। তাই প্রতিপক্ষগণ ওকালতনামাসহ আইনজীবী মারফত স্বশরিরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের উদ্দেশ্যে সময়ের প্রার্থনা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহাবুর রহমান বলেন, আদালত আবেদন মঞ্জুর করে সময় দিলেও আগামি ধার্য্য তারিখে নোটিশে উল্লেখিত বিষয়ে সঠিক ব্যাখ্যা প্রদান করা না হলে আদালত বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ১৪,১৫,১৬,১৭,১৯ অনুযায়ী এবং পরিবেশ আদালত আইন-২০১০ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

আদালত সূত্রে জানা যায়, শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার পরিবেশ দূষণ রোধ, পশু-পাখির যথার্থ পরিচর্যা ও পর্যাপ্ত খাবার সরবরাহ এবং দর্শনার্থীদের অধিকার সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন না করার কারণে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে না এ বিষয়ে বৃহস্পতিবার আদালতে তিনজন কর্মকর্তাকে স্বশরিরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে