চারঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

প্রকাশিত: মার্চ ১৭, ২০২০; সময়: ৩:০০ অপরাহ্ণ |
চারঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ৩য় শ্রেনী থেকে ১০ম শ্রেনী চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। এছাড়াও শিশুদের নিয়ে কেক কাটা হয়।

মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে পরিষদ চত্বরে দুটি গাছের চারা রোপন করা হয়েছে।

পুস্পস্তবক অর্পণ শেষে পরিষদ হলরুমে ইউএনও সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারমান আলহাজ¦ ফকরুল ইসলাম, পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, উপজেলা সহকারী কমিশনার ভুমি আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মনজুর রহমান, মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রহমান, চারঘাট এমএ হাদী কলেজের অধ্যক্ষ সাহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মিজানুর রহমান, চারঘাট পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক একরামুল হক, ভায়ালক্ষীপুর বুধিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবাইদুল হক প্রমূখ।

এছাড়াও মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। পরে অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউএনও সৈয়দা সামিরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে