‘কেউ তথাপি কারও’
প্রকাশিত: জুন ২৮, ২০২০; সময়: ২:২৯ অপরাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
-আশিকুর রহমান জয়
কেউ পুরোনো গল্প ভুলতে ব্যস্ত,
কেউ নতুন গল্প বুনতে ব্যস্ত।
কেউ হতাশার জগতে অবিনশ্বর,
কেউ পেয়েছে সুখ নামী দামি ঈশ্বর।
কেউ সেজেছে নিজের তাগিদেই যান্ত্রিক,
কেউ ভালোবাসার প্রতি হয়েছে আন্তরিক।
কেউ জর্জরিত তবুও রয়েছে অন্তস্থ,
কেউ পুরোনো অনুভূতি করছে সুবিন্যস্ত।
তথাপি
কারও ময়লাময়, ভেজা-শিক্ত জানালার কার্নিশ,
কারও দরজায় ভালোবাসার ঠকঠক অহর্নিশ।
কারও সকল বেলাগুলোর ডাকনাম অবেলা,
কারও এবেলা ওবেলা নিয়ে অথৈ সারাবেলা।
কারও মস্তিষ্ক জুড়ে একটি সফল দীর্ঘশ্বাস,
কারও বুকের ভেতরে আবারও জন্মেছে আশ্বাস।
সর্বশেষ-সবিনয় মনোকামনা এই যে,
তার সৌন্দর্যতা বাড়ুক বহুগুণে,
প্রকৃতি হোক বিভর তারই আগুনে,
জ্বলুক প্রেমিকের অন্তর বারংবার দ্বিগুণে,
হয়ে উঠুক সে অন্তত যৌবনা প্রতি ফাগুনে।