কি আশ্চর্য এই বেঁচে থাকা

প্রকাশিত: জুলাই ১১, ২০২০; সময়: ৩:১১ অপরাহ্ণ |
কি আশ্চর্য এই বেঁচে থাকা

গুলশান ঝুমুর

কি আশ্চর্য এই বেঁচে থাকা!
মানব জনম অথচ কাটিয়ে গেলাম
একাকী শালিক জীবন।

হয়তো রাতের ফাঁদ কেটে
কোনদিন উঠবে না সূর্য
তবুও মরিচীকায় হেলান দিয়ে বসে
থাকি এক সূর্য জ্বলা সকালের আশায়,
আমার তুলশী তলায় কোনদিন ঝরবেনা ফেরারি মেঘ,
তবুও চৈতালি হৃদয় তৃষা নিয়ে মিশে আছে
তুলশি পাতায়।

বিষন্নতা নির্লজ্জের মতো রোজ এসে আমার বারান্দার
হলুদ পর্দা ছুঁয়ে যায়,
ক্ষুধা ক্লান্ত হয়ে ঝিমিয়ে গেছে।

অবহেলা মাথা উঁচু করে বলে আমার আরো জায়গা দাও
আমি মহীরূহ হয়ে
তোমার আকাশ ঢেকে দিতে চাই,
কি আশ্চর্য এই বেঁচে থাকা জীবনের চারিদিকে
শ্মশানের ঘ্রাণ!

সুখের সাগরে ডুব দিয়ে দেখি
ওখানে আমার নাম লিখা নাই
দুখের রাজ্যজুড়ে আমার জিকির,
কি আশ্চর্য এই বেঁচে থাকা মানুষ জীবন,
ঘাসফড়িং এর পাখায় উড়ি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে