পবায় মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশিত: জুলাই ১২, ২০২০; সময়: ৪:৩৮ অপরাহ্ণ |
পবায় মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার কলারটিকর বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় স্থাপিত বিল নার্সারিতে উৎপাদিত পোনামাছ অবমুক্তকরণের আওতায় রুই, কাতলা, মৃগেল, কালিবাউস মাছের প্রায় ১ লাখ ৮০ হাজার পোনা অবমুক্ত করা হয়।

পবা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে অতিথি থেকে এ সব মাছের পোনা অবমুক্ত করেন রাজশাহী জেলা মৎস্য অফিসার অলক কুমার সাহা, পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। সার্বিক দায়িত্বে ছিলেন পবা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও সুফলভোগী সদস্যবৃন্দ। এ পোনামাছ অবমুক্তির ফলে টিকর বিল তীরবর্তী প্রায় ৩০০ জন সুফলভোগী উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে