বিস্ময়সূচক তুমি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০; সময়: ১২:৩০ অপরাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
নির্জন মুন :
সেলফের যে তাকে তুমি সাজিয়ে রাখো অভিমান,
তার সম্মুখে দাঁড়াই আমি দিনমান
যত্ন করে পড়ি অযত্নে জমা হওয়া যত অভিমান,
তোমার বেদনামাখা দীর্ঘশ্বাস হাওয়ার তরংগে ভেসে
ছুঁয়ে দেয় যে জুঁই, কামিনী
তার সুবাস নিশ্বাসে মাখি আমি দীর্ঘ যামিনী ,
হাতভর্তি টুংটাং কষ্ট ক্লান্ত নীল চুড়ি তোমার
ছুঁয়ে দেয় যে নীল সরোবর
প্রতি মধ্যাহ্নে সেখানেই আমার ডুবসাঁতার।
তুমি জানলে না, তুমি জানতে না,
তুমি জানো নাই, তুমি জানো না
তোমাকে মুখস্থ করতে গিয়ে
এক দিস্তা বিস্ময় বোধক চিহ্ন
কী যে ঘোর বিস্ময়ে ঘিরে ফেলে আমায়!!