আমি বাঙালি

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
আমি বাঙালি

আমি দেখিনি, তবে শুনেছি
এক মহামানবের গল্প।
জাতি সত্তা ও দেশ গড়ার
প্রতিভা, অদম্য শক্তি নিয়েই
যার জন্ম।
আমি দেখিনি, তবে পড়েছি
এক মুজিবের স্বপ্ন।
কোটি বাঙালির লালিত আস্থা
ও প্রত্যাশা নিয়ে যার পথ চলা।

আমি দেখিনি, তবে বুঝেছি
উপলব্ধিতে প্রাণ পুরুষ।
সারা বিশ্বে নির্যাতিতদের পক্ষে
বজ্রকন্ঠে নির্ভয়ে যার কথা বলা।

একদিকে ঘোর অন্ধকার, নিপীড়ন
তাজা রক্তের ঢেউ-লাশ পড়ে থাকে
যেখানে সেখানে। মার খাচ্ছে সংগ্রামী
মানুষ। কেউ দেখে চেয়ে, ইজ্জত
হারানোর ভয়ে বলতে পারে না
তাদের অধিকারের কথা, পাছে
ধর্ম তাদের পিছু টানে।

অন্যদিকে কোটি বাঙালির বিশ্বাস-
তার মধ্যে, জাগাতে হবে চেতনার।
বীজ বুনতে হবে, জাতিকে দিতে হবে
মুক্তি, যুক্তিতে না হলে লড়তে হবে
লক্ষ্যে স্বাধীনতার।

আমি দেখিনি, তবে বুকে রেখেছি,
পেয়েছি তবু অনুপ্রেরণা।
একটি ইতিহাস, একটি শিল্প,
দেরিতে হলেও উড়েছে তোমার
বিজয় নিশান। শুরুতে সাত কোটি,
এরপর কোটি কোটি; তোমার আদর্শে
জাতি আজ একাট্টা।

সময় আসে আবার চলে যায়,
নদীর স্্েরাত আবার অবিরাম চলে-
আসে না সে ফিরে।
তুমিও ফিরবে না জানি-
ভাষা ও মায়ের শপথ,
আমি বাঙালি, ঠিকানা
আমার সোনার বাংলা।

তুমি মরোনি, মরেছে শরীরী অবস্থান।
আজ লভিছে তোমায়, যপিছে তোমায়
ভাবিছে তোমায়, ডাকিছে বারবার-
শেখ মুজিবুর রহমান।

লেখক-সাংবাদিক ও কবি মাহবুব দুলাল

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে