যদি তুমি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২০; সময়: ২:১০ অপরাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
তাতে আমার যায় আসে না
তেমন কিছু।
যে কটা দিন
থাকবো বেঁচে না হয় আমি
রাখবো তোমার
নিত্যদিনের খবরা খবর
আসবো জেনে ভালো মন্দ
কুশলাদি।
যদি তুমি ভেবে থাকো
তোমায় আমি ভুলে গেছি ভুল বশত,
অমন ভুল অন্য কেউ করলে করুক
তাতে আমার
যায় আসে না
তেমন কিছু।
ইচ্ছে হলে দেখতে পারো
তিন মোহনায়
দাঁড়িয়ে আছে পথের পথিক, দুপুর রোদে।
জানো তুমি,
তার বিরহেয় ঘুম আসে না বছর কুড়ি
তখন তুমি ফিরিয়ে দিলে দিতে পারো
তোমার মনের
জমাট বাঁধা
শীতল কথা।
তাতে আমার যায় আসে না, তেমন কিছু।
কবি : মাকিদ হায়দার