বনফুল
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২০; সময়: ১২:৪০ অপরাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
এখানে ভালোবাসা ছিল গাছের ছায়ায়
রোদ্র-ভেজা-মুখ উপত্যকা গিরিপথ বালুকাবেলা
আনন্দ-অশ্রু-ভেজা ক্ষিপ্র পদক্ষেপ
স্নিগ্ধ তন্বি কিশোরীর ছবি
অরণ্য সুরভি মাখা জোছনার রাত
অনেক যত্নে আঁকা মানুষের
হাজার হাজার পৃথিবী
রক্তে বহে এখনও বিশ্বাসের সুর
লালন-নিমাই-এর গান
কেউ কেউ এখনও শোনায়
তবু হায় কবিতার খাতা আজ শূন্য পাতা
কে তোমাকে শোনাবে বল
যদি না জাগো…
বীভিষিকা রাত নামে হামাগুড়ি দিয়ে
মুছে দিতে
অরণ্য-গুহাবাসীর পাথুরে আঁচড়
কবি : আশফাকুল আশেকীন